বিড়াল ও হাতি

বিড়াল ও হাতি

—আশরাফ খান

বিড়াল বলে হাতিকে একদিন….
তোমার বয়স কত ?
হাতি বলে ৫ বছর….
মায়ের কাছে শুনেছিলাম তাইতো !!

বিড়াল : কিন্তু তুমি দেখতে তো
অনেক বড়……
হাতি : আমি পুষ্টিকর খাবার খাই,
যত পাই আরো !!

আচ্ছাএখন শুনি তবে বাপু
তোমার বয়স বলো…..
বিড়াল বলে হেসে
১০ টি বছর হলো !!

হাতি : কীভাবে? তুমি তো
দেখতে ছোট অনেক !
বিড়াল বলে আমি জিমে গিয়ে ….
নিয়মিত ব্যায়াম করি খানিক !!

এখানে আপনার মন্তব্য রেখে যান