*শিক্ষক দিবসের গান *
——-আশরাফ
প্রণতি হে শিক্ষক তোমারে শতবার…
মানুষের কারিগর যুগে যুগে অনিবার।
তোমাদের প্ররিশ্রমের প্রতি গায় গীতহার–
সমাজে দিয়েছো অনেক ;নাও এ উপহার…
প্রণতি হে শিক্ষক তোমারে শতবার!!
স্বদেশ মাতা হয়তো তোমায় পারেনি ভালোবাসতে…
হয়তো তোমায় অধিকার নিতে হয়েছে সড়কে আসতে….
তোমার দানের নাম নেই…
দেবার কোনো দাম নেই…
দিও ভালোবেসে আশীষ তোমার….
সমাজে দিয়েছো অনেক ;নাও এ উপহার!!