#2020এর ভারতীয় যুবক # *—আশরাফ খান *

#2020এর ভারতীয় যুবক #

*—আশরাফ খান *

আমি অর্ধ শিক্ষিত এক যুবক জীবন যায় যে ভেসে…..
কাজ নেই ধান্দা আড্ডা
জন্মেছি কোন দেশে !!

বেকারত্ব, প্রেমিকার চাকরি করা ছেলের সাথে দেখাশোনার নির্মম সত্য কথা…
বাবার শরীরটা ঠিক যাচ্ছে না….
আরো কত কি…..
রাতে ঘুম নেই মাথায় ব্যাথা…..
ভাতে স্বাদ নেই মুখে বড়ো কথা …..

আবার বলে যে ধুলো তে জন্ম নিয়েছি
তার প্রমাণ খুঁজতে হবে চন্দ্রলোকে,…
এসব খোঁচা দিয়ে যুবকদের পঙ্গু না করলেই কি নয় রাজ অসুখের চোখে ?

সব দেনা ?
সকাল হয়েছে । তবু জাগলে না ?

শিক্ষিত যুবকের পেছনে বাঁশ, চোখে পানি,
যুবক বাঁচার মতোই বাঁচতে চাই চক্ষু অশ্রান্ত সন্ধানী ।

এখানে আপনার মন্তব্য রেখে যান